• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

অভিযুক্ত ওয়াকিলকে ছাত্রলীগ থেকে অব্যাহতি


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৪:৩৮ পিএম
অভিযুক্ত ওয়াকিলকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

সাধারণ শিক্ষার্থীকে মেরে গুরুতর আহত করার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নিকট বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২২ ফ্রেব্রুয়ারি) কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে, ‘তুমি’ বলে সম্বোধন করায় সোমবার (২১ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমানকে মারধর করার অভিযোগ উঠে ওয়াকিলের বিরুদ্ধে। এরপরেই শাখা ছাত্রলীগ তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।

Link copied!