• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অনশনে অসুস্থ শিক্ষার্থীরা, মশাল মিছিলে উত্তাল শাবি


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০৯:৩৯ এএম
অনশনে অসুস্থ শিক্ষার্থীরা, মশাল মিছিলে উত্তাল শাবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। অনশনের প্রায় ৩৪ ঘণ্টা পার হওয়ার পর ৬ শিক্ষার্থীকে ইতিমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে দফায় দফায় শিক্ষকরা অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি। পরে মধ্যরাতে মশাল মিছিল বের করেন কয়েকশ শিক্ষার্থী।

শুক্রবার (২১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের স্থানে গিয়ে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী বেশ অসুস্থ হয়ে পড়েছেন। দুর্বলতা আর ব্লাডপ্রেশার নেমে যাওয়ায় ক্যানোলার মাধ্যমে লিকুইড স্যালাইন ও ভিটামিন সাপ্লিমেন্টারি দেওয়া হচ্ছে কয়েকজনকে।

এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শাখা ছাত্রলীগের ৭ সদস্যের একটি মেডিকেল টিম অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসা দিচ্ছেন।

অনশনকারী শিক্ষার্থীরা জানান, তারা পানিসহ কোনো ধরনের তরল খাদ্যও গ্রহণ করছেন না। এতে অনেকেই নিস্তেজ হয়ে যাচ্ছেন। উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।

এর আগে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত ১২টায় উপাচার্যের বাসভবনের সামনে থেকে মশাল মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মশাল মিছিল চেতনা একাত্তরের সামনে পর্যন্ত প্রদক্ষিণ করে আবার উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।

পুলিশি হামলার প্রতিবাদে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে এই আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষার্থীদের সেই দাবি এখন পর্যন্ত আদায় হয়নি। এদিকে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে বুধবার (১৯ জানুয়ারি) রাতে শিক্ষকদের একটি প্রতিনিধিদল সেখানে উপস্থিত হন। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!