রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে। নিজ নিজ বিভাগ অনুষ্ঠানিকভাবে তাদের বরণ করে নেয়। তবে এখনো বিভিন্ন বিভাগে অন্তত ৩৭৭ আসন ফাঁকা রয়েছে। তার মধ্যে ‘এ’ ইউনিটে ১২৭, ‘বি’ ইউনিটে ৯৫ ও ‘সি’ ইউনিটে ১৫৫টি আসন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় একযোগে সকল বিভাগে শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এসময় নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশ ও বিভাগ সম্পর্কে জানাতে আলোচনাও থাকে সেখানে। নবীনদের মধ্য থেকেও অনুভূতি ব্যক্ত করার সুযোগ পান।
বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে লোক প্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থী সুমাইয়া মিম বলেন, “আমার প্রত্যাশা ছিল অনেক সুন্দর ও বড় একটা ক্যাম্পাসে পড়ব। ক্যাম্পাসে এসে দেখলাম, যেমন চেয়েছিলাম তেমনই আমাদের বিশ্ববিদ্যালয়টা। অনেক সাজানো আর সুন্দর ক্যাম্পাস। এমন একটা ক্যাম্পাস পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত আর গর্বিত।”
ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের নবীন শিক্ষার্থী সাবিকুন্নাহার অরিন বলেন, “ক্যাম্পাস লাইফে প্রথম ক্লাসের অনুভূতি ভাষায় প্রকাশ করে শেষ করতে পারব না। প্রথম ক্লাসেই শিক্ষকদের দিক নির্দেশনা, বন্ধুসুলভ ও স্নেহশীল আচরণ আমাদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে।”
জামালপুর থেকে পড়তে আসা পদার্থ বিজ্ঞান বিভাগের এক নবীন শিক্ষার্থী বলেন, “অনেক স্বপ্ন ছিল রাজশাহীতে পড়ব কারণ এটা একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান যার অনেক সুনাম রয়েছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসেই ক্যাম্পাসের সৌন্দর্যে আমি মুগ্ধ হই। আর তখন থেকেই ইচ্ছা রাজশাহীতেই পড়ব। এখন আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি রাবির শিক্ষার্থী হতে পেরে।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২১ ডিসেম্বর থেকে ক্লাস শুরু হলেও ভর্তি কার্যক্রম চলমান থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এর আগে ভর্তির সর্বশেষ তারিখ ছিল ১৫ ডিসেম্বর। আসন ফাঁকা থাকায় তা বাড়িয়ে ১৫ জানুয়ারি করা হয়েছে।
ফাঁকা আসনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক বলেন, “কলা অনুষদের বিভিন্ন বিভাগে অনেক আসন ফাঁকা রয়েছে। অনেকে ভর্তি বাতিল করছেন। অনেকেই বিভাগর পরিবর্তন করছেন। আশা করি ১৫ জানুয়ারির মধ্যে সব শেষ হবে”