• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

হলে সিট পেলেন জবির ১২০০ ছাত্রী


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ১০:৩৭ এএম
হলে সিট পেলেন জবির ১২০০ ছাত্রী

বহুল প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র আবাসিক হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল’-এ সিট বরাদ্দ পেলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। ১৬ তলা হলটির ১৫৬টি কক্ষে চারজন করে ৬২৪ ছাত্রী থাকার কথা থাকলেও ১৫০টি কক্ষে ৮ জন করে মোট ১ হাজার ২০০ ছাত্রীর তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তালিকাটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সিটের জন্য ছাত্রীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিট বরাদ্দের তালিকা প্রকাশ করা হলো। হলে সিটপ্রাপ্ত ছাত্রীদের কাগজপত্র (আবেদন ফরম, নগদ কিংবা রকেট অথবা শিউরক্যাশের মাধ্যমে ৫ হাজার ২৬৫ টাকা পরিশোধকৃত জমার রসিদ, হলে বসবাসের শর্তাবলির অভিভাবক ও ছাত্রীর স্বাক্ষরিত কপি, অঙ্গীকারনামা ও পাসপোর্ট সাইজ ছবি) আগামী ২ থেকে ১০ মার্চের মধ্যে হলের হাউস টিউটরের কাছে জমা দিতে হবে।

হল প্রভোস্ট ড. শামিমা বেগম বলেন, “দীর্ঘদিনের প্রচেষ্টার পর হল চালু হতে যাচ্ছে। আমরা ১২০০ জনের তালিকা প্রকাশ করেছি। আগামী ১৭ মার্চ আড়ম্বরপূর্ণ পরিবেশে ছাত্রীরা হলে উঠবে।”

গত বছরের ১ অক্টোবর বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আসন বরাদ্দের জন্য ছাত্রীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনলাইনে আবেদন চলে ১৫ অক্টোবর পর্যন্ত। ১৬তলা বিশিষ্ট এই হলটির ১৫৬টি কক্ষে ছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে। হলের নিচতলা ও দোতলায় রয়েছে লাইব্রেরি, ক্যান্টিন ও ডাইনিং।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!