• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সন্ধ্যার আগে হলে ফেরার আইন বাতিল দাবি


রাবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৮:২১ পিএম
সন্ধ্যার আগে হলে ফেরার আইন বাতিল দাবি

সন্ধ্যার আগে হলে ফেরার আইন বাতিল দাবিসহ কয়েকটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রোকেয়া হলের ছাত্রীরা।

শনিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রোকেয়া হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এর আগেও প্রায় একই দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছিলেন বিশ্ববিদ্যালয়টির তাপসী রাবেয়া হলের ছাত্রীরা।

রোকেয়া হলের ছাত্রীরা তাদের দাবি সংবলিত বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনীর মাধ্যমে এ অবস্থান কর্মসূচি পালন করেন আজ।  

‘সান্ধ্য আইন (সন্ধ্যার আগে হলে ফেরা) মানি না মানবো না’, ‘পেঁপে আলু ছাড়া সবজি নেই’, ‘গেস্ট  এলাউ করতে করতে হবে’, ‘সেবার নামে ব্যবসা করা মানি না মানবো না’, ‘ওয়াইফাই সুবিধা চাই মোবাইল ডাটা আর নয়’,‘খালাদের মাতব্বরি মানবো না মানি না’, ‘ওয়াসরুম পরিষ্কার চাই স্টাফদের দুর্ব্যবহার মানি না মানবো না’ এমন আরও অনেক ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে  থাকেন তারা।

এসময় এক ছাত্রী বলেন, “আমাদের সন্ধ্যা সাড়ে ৬টার পর হল থেকে বের হতে দেওয়া যৌক্তিক, সন্ধ্যার পরও তো আমাদের কোনো জরুরি কাজ থাকতে পারে।”

রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপিকা ড. জয়ন্তী রাণী বসাক সংবাদ প্রকাশকে বলেন, “ছাত্রীদের যৌক্তিক দাবিগুলোর সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি। প্রশাসন আশ্বস্ত করেছে ২২ নভেম্বর তাদের সিদ্ধান্ত জানাবে।”

এদিকে ছাত্রীদের যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তারেক নূর বলেন, “দাবিগুলো নিয়ে ভিসি স্যারের সঙ্গে কথা বলে ২২ নভেম্বর জানানো হবে।”

২২ নভেম্বর যৌক্তিক সিদ্ধান্ত না এলে আবারও ২৩ তারিখ থেকে সকল হলের ছাত্রীদের নিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এসময় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন। 

Link copied!