• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় শাবিপ্রবি শিক্ষার্থীরা


শাবি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৩:৩৬ পিএম
শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় শাবিপ্রবি শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

সিলেটে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে আলোচনায় বসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।  

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সিলেট সার্কিট হাউসে মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন।

প্রতিনিধি দলে যারা আছেন মুহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর, শাহরিয়ার আবেদিন, আমেনা বেগম, মীর রানা, জাহিদুল ইসলাম অপূর্ব।

এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী নাদের চৌধুরী বলেন, “ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আমরা অনড় রয়েছি। ভিসির পদত্যাগের বিষয়টি মন্ত্রীর কাছে উত্থাপন করবে প্রতিনিধিদল।”

এছাড়া আহত শিক্ষার্থী সজল কুন্ডুর ভবিষ্যৎ জীবনের দায়িত্ব নেওয়া, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, মামলাগুলো প্রত্যাহার, মোবাইল অ্যাকাউন্টগুলো সচল করাসহ বিভিন্ন বিষয়ে প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান আন্দোলনকারী এই শিক্ষার্থী।

এর আগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টার ফ্লাইটে ঢাকা থেকে সিলেটে আসেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। প্রথমে সিলেটের সার্কিট হাউসে আসেন তিনি। পরে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। 

Link copied!