• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছে না


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০২:২৩ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছে না

নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা দেখতে পাচ্ছি করোনার সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এই হার আরও কমবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যাতে ব্যাহত না হয়, সে জন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে, আশা করছি সেটা আর বাড়াতে হবে না।”

এর আগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে। আশা করা যাচ্ছে শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।”

এর আগে শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) চলমান সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে সিলেটে যান দীপু মনি। সেখানে তিনি আন্দোলনরত ছাত্র, শিক্ষক ও উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। 

Link copied!