শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত শিক্ষকদের সংগঠন শাবি শিক্ষক সমিতির নির্বাচন ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচনে আওয়ামীপন্থী দুই প্যানেল নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিলেও বিএনপি-জামায়াতপন্থী প্যানেল জমা দেয়নি।
এবারের নির্বাচনে আওয়ামীপন্থী দুই প্যানেল থেকে ১১টি পদের বিপরীতে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।
বুধবার (২৩ মার্চ) বিকেলে নির্বাচন কমিশনার ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. অনিমেষ সরকার সংবাদ প্রকাশকে এ বিষয়টি নিশ্চিত করেন।
ড. অনিমেষ সরকার বলেন, “শাবি শিক্ষক সমিতির নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এতে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ ও ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ এ দুই প্যানেলে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ বছর বিএনপি-জামায়াতপন্থী প্যানেল নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেয়নি। এ জন্য তাদের অনুপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. মুহসিন আজিজ খান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান, গণিত বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রশিদ, আইপিই বিভাগের অধ্যাপক ড. আহমেদ সায়েম ও গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ।
আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ থেকে সভাপতি পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, সহসভাপতি পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, কোষাধ্যক্ষ পদে জেনিটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিশির কান্তি প্রামাণিক, যুগ্ম সম্পাদক পদে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোস্তাফা কামাল মাসুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া একই প্যানেল থেকে ছয়টি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজহারুল আরাফাত, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক করিমা বেগম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল বাকী, জেনিটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সমিত হক।
এছাড়া আওয়ামী-বামপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ থেকে সভাপতি পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. জায়েদা শারমিন, কোষাধ্যক্ষ পদে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার, সাধারণ সম্পাদক পদে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম ও যুগ্ম সম্পাদক পদে আইআইসিটি সহকারী অধ্যাপক ড. আহসান হাবিব প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে একই প্যানেল থেকে ছয়টি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ইংরেজি বিভাগের অধ্যাপক মো. সেকেন্দার আলী, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মো. মুন্না, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মির্জা নাজমুল হাসান, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, পাবলিক এডমিনিসস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তাফা কামাল, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক তৌফিকুল ইসলাম খান।