• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শাবির ভিসি ভবনের অবরোধ প্রত্যাহার, চলবে আন্দোলন


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ০৮:৪৫ এএম
শাবির ভিসি ভবনের অবরোধ প্রত্যাহার, চলবে আন্দোলন

উপাচার্যের পদত্যাগ দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তবে উপাচার্যের বাসার সামনে যে অবরোধ তৈরি করা হয়েছিল, তা তুলে নেওয়া হবে।

বুধবার (২৬ জানুয়ারি) রাতে সংবাদ সম্মেলন করে এ কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, “অনশন ভাঙলেও আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। মিছিল, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখব।”

তারা আরও বলেন, “বৃহস্পতিবার (২৭ জানিয়ারি) সকালে উপাচার্যের বাসভবনের সামনে রাখা অবরোধ প্রত্যাহার করা হবে। এছাড়া রেজিস্ট্রার ভবন ছাড়া যেসব ভবনে তালা দেওয়া হয়েছিল তা-ও খুলে দেওয়া হবে। আর শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগে ক্যাম্পাসে টংদোকান চালু করবে। অর্থাৎ যেসব বিষয় উপাচার্য ক্যাম্পাসে বন্ধ করেছিলেন, তা আবার চালু করা হবে।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে যে ব্যারিকেড দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তা তুলে নিয়েছেন তারা।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে ১৬ জানুয়ারি আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ১৯ জানুয়ারি থেকে এই দাবিতে অনশন শুরু করেন ২৪ জন শিক্ষার্থী। তবে বুধবার সকালে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমিন হকের অনুরোধে অনশন প্রত্যাহার করেন তারা।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!