• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শাবিপ্রবিতে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী


শাবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০৮:০৯ পিএম
শাবিপ্রবিতে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফটোগ্রাফি বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের’ উদ্যোগে ষষ্ঠবারের মতো তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-ডি এ গ্রাউন্ডে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা রনি, মানচিত্র ফটো এজেন্সির পরিচালক হাসান চন্দন।

বিষয়টি নিশ্চিত করে সংগঠনের সহ-সভাপতি গালিব মাহদী বলেন, “বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় দেড় হাজারের বেশি ছবি পাঠানো হয়েছে। এর মধ্যে প্রায় ৫০০ ছবি ভারত, পাকিস্তান ও স্পেনসহ বিভিন্ন দেশ থেকে পাঠানো হয়। ছবিগুলো থেকে বাছাই করে ৭৫টি ছবি একক ক্যাটাগরি, মোবাইল ক্যাটাগরি ও ফটোস্টোরি এই তিন ক্যাটাগরিতে প্রদর্শন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনী করা হবে। এই প্রদর্শনী দুইটি পর্বে সম্পন্ন হবে। প্রথম পর্ব ৩ থেকে ৫ মার্চ শাবি ক্যাম্পাসে এবং দ্বিতীয় পর্ব ১১ থেকে ১২ মার্চ ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে।”

Link copied!