রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিভাগটির এমবিএর শিক্ষার্থী সাইফুল আলমকে সভাপতি এবং ইশতিয়াক মাহমুদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি দেওয়া হয়।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চার সদস্যের কমিটিতে সহসভাপতি হয়েছেন নাফিসা ফারহানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সোহাগ হোসাইন।
রোববার (৯ জানুয়ারি) ‘বঙ্গবন্ধু ডিবেট লিগ ২০২০’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান মো. তৌহিদুল আলম তৃতীয় কমিটি ঘোষণা করেন।
একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নন-একাডেমিক দক্ষতা বৃদ্ধি করা এবং আন্তঃসম্পর্কের উন্নয়ন সাধন করা লক্ষ্যে ২০১৬ সালে প্রতিষ্ঠা করা হয় রুবিফ। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, পেশাগত আলোচনা সভা, ওয়ার্কশপ ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।