• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাবির হলে সিট বাণিজ্যের সঙ্গে জড়িতদের ছাত্রত্ব বাতিল দাবি


রাবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৫:৫৫ পিএম
রাবির হলে সিট বাণিজ্যের সঙ্গে জড়িতদের ছাত্রত্ব বাতিল দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলের সিট বাণিজ্যের সঙ্গে জড়িতদের অনেকের নাম ও কল রেকর্ড বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তাদের কারণে হলগুলোতে নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রকট আকার ধারণ করেছে। এসকল শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছে রাকসু আন্দোলন মঞ্চসহ রাবির প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো।

বুধবার (২৩ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনে লিখিত দাবিগুলো উপস্থাপন করেন রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর।

জানা যায়, ছেলেদের ১১টি আবাসিক হলে শূন্য হওয়া ১৫০০ এর কাছাকাছি সিটের মধ্যে ১১ শতাধিক সিট ছাত্রলীগের নেতাকর্মীরা টাকার বিনিময়ে উঠিয়েছে। যা সিট ভেদে লেনদেনের পরিমান ৫-১০ হাজার টাকা। জড়িতদের বেশকিছু নাম গণমাধ্যমে এসেছে।

ছাত্রত্ব বাতিল ছাড়াও আরও তিনটি দাবি হলো-

১. বৈধ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের আবাসিকতা প্রদানসহ নিরাপদ পরিবেশে হলে অবস্থানের সু-ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

২.আবাসিক হলগুলোতে রাজনৈতিক ব্লকের নামে দখলদারিত্ব বন্ধ করতে হবে এবং নিয়মিত হল সংসদ চালু করতে হবে।

৩. অনলাইনে প্রতিটি হলের তালিকা হালনাগাদ করতে হবে এবং নিয়ম মেনে হল প্রাধ্যক্ষদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে আব্দুল মজিদ অন্তর আরও বলেন, “সাম্প্রতিক সময়ে (রাবি) অবাসিক হলগুলোতে নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রকট আকার ধারণ করেছে। বিভিন্ন সূত্রে আমরা জানতে পারি করোনার পরে হলগুলোতে গড়ে ১০০-১৭০টি করে আসন ফাঁকা হয়। হলের সিটগুলো ছাত্রলীগ নেতাকর্মীরা দখল করে নিয়ে শিক্ষার্থীদের কাছে টাকার বিনিময়ে সিট বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।”

আব্দুল মজিদ অন্তর আরও বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত এ সংক্রান্ত অভিযোগ স্মারকলিপি আকারে গত ২৮/০২/২২ তারিখে (রাবি) উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা এবং প্রক্টর বরাবর পাঠানো। কিন্তু প্রশাসন তিনদিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আজ প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সমস্যা সমাধানে আসেনি।”

তবে উক্ত দাবিগুলো এ মার্চের মধ্যে বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে এবার দলমত নির্বিশেষে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক ছাত্র ঐক্যের রাবি শাখা সভাপতি মেহেদি হাসান মুন্না, রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ খান, রাবি শাখা ছাত্র ফেডারেশন সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন প্রমুখ।

এদিকে ছাত্রত্ব বাতিলের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম সংবাদ প্রকাশকে বলেন, “এ বিষয়ে আমরা অবগত আছি। জড়িতদের বিষয়ে ইতিমধ্যে হল প্রাধ্যক্ষদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা বা সমস্যা সমাধানে কী পদক্ষেপ নেওয়া হবে সেগুলোর সিদ্ধান্ত নেওয়া হবে।”
 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!