• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাবির ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগের দাবি


রাবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০৬:১৮ পিএম
রাবির ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় সিলেকশন সিস্টেম বাতিল ও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে মানববন্ধন করেছেন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীরা।

বুধবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করেন তারা।

“বঙ্গবন্ধুর বাংলায় সেকেন্ড টাইম চালু চাই ও সিলেকশন সিস্টেম বাতিল চাই বাতিল চাই” ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

এসময় আবুল কালাম নামের এক শিক্ষার্থী বলেন, “রাবিতে ২০১৭ সাল পর্যন্ত সেকেন্ড টাইম চালু ছিল কিন্তু এখন নেই। আমরা চাই আবার সেকেন্ড টাইম চালু হোক। রাবিতে সিলেকশন সিস্টেম বাতিল করতে হবে কারণ এখানে অনেক সত্যিকারের মেধাবী প্রথমেই বাদ পড়ে যায়।”

মানববন্ধনে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, “আমি তোমাদের দাবিগুলো শুনেছি। বিশ্ববিদ্যালয়ের যখন ভর্তি-পরীক্ষা কমিটি হবে তখন তোমাদের দাবিগুলো তাদের জানাব। তারা পর্যালোচনা করে সবার জন্য যে সিদ্ধান্ত ভালো হয়, সেই সিদ্ধান্তই নিবেন।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!