রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিজয় দিবস সংশ্লিষ্ট একটি নোটিশে ১৬ ডিসেম্বরকে মহান স্বাধীনতা দিবস লেখার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৫ ডিসেম্বর) হল প্রাধ্যক্ষ ড. রওশন জাহিদ স্বাক্ষরিত ওই নোটিশে লেখা হয়, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সকল আবাসিক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৬ ডিসেম্বর ২০২১ তারিখ বৃহস্পতিবার সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং ৭টা ৫ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সেই লক্ষ্যে সকাল ৬টা ৪৫ মিনিটে সকল আবাসিক ছাত্রদের হল গেটে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।”
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ড. মো. রওশন জাহিদ বলেন, “প্রতিদিন অনেক কাগজেই স্বাক্ষর করা হয়। আমি এখনই হলে গিয়ে দেখছি। ভুল হলে দ্রুত অপসারণ করে ফেলা হবে।”