• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

রাবিতে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালিত


রাবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৫:৫৫ পিএম
রাবিতে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর শুরু হওয়ার প্রাক্কালেই অর্থাৎ রাত ১২টা ১মিনিটে বিজয়ক্ষণ উদযাপনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদয়ালয়ের প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল পৌনে ৭টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ও সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন হল, বিভাগ, শিক্ষক সমিতি ও সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল পৌনে ৮টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও সকাল সাড়ে ৯টা থেকে শেখ রাসেল মডেল স্কুলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুরু হয়। এরপর সকাল ১০টায় শেখ কামাল স্টেডিয়ামে সুবর্ণজয়ন্তী, মুজিব জন্মশতবর্ষ ও বিজয় দিবস উপলক্ষে প্যারেড অনুষ্ঠিত হয়।

এছাড়া সকাল সাড়ে ১০টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবির নবনিযুক্ত বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর সনৎ কুমার সাহা। একই সময়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাবি ইউনিট কমান্ড, রাবি অফিসার সমিতি এবং সহায়ক কর্মচারী সমিতি, পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতি ও সাধারণ কর্মচারী ইউনিয়ন কর্তৃক নিজ নিজ উদ্যোগে আলাদা আলোচনা সভার আয়োজন করে।

এরপর সকাল পৌনে ১১টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবন প্রাঙ্গণে স্কুল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা। বেলা ১১টা থেকে শেখ কামাল স্টেডিয়ামে শিক্ষক, অফিসার ও কর্মচারীদের বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৪টায় সকল বিভাগ ও ইনস্টিটিউট, হল প্রশাসন এবং শিক্ষক সমিতিসহ অন্যান্য সংগঠন মাননীয় প্রধানমন্ত্রীর অনলাইনে উপস্থিতিতে রাবি কেন্দ্রীয় শহীদ মিনারে শপথ পাঠে অংশ নেন। এরপর বিকেল ৪টা ১০ মিনিটে একই স্থলে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এতে সকল বিভাগ ও ইনস্টিটিউট,  হল প্রশাসন এবং শিক্ষক সমিতিসহ অন্যান্য সংগঠন অংশ নেয়। এর পাশাপাশি বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে সন্ধ্যা সাড়ে ৫টায় একটি বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় ‘সাবাস বাংলাদেশ’ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!