• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজশাহী বিভাগীয় বৃত্তিপ্রাপ্তদের মধ্যে সিজেডএমের বই বিতরণ


রাবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০৬:১২ পিএম
রাজশাহী বিভাগীয় বৃত্তিপ্রাপ্তদের মধ্যে সিজেডএমের বই বিতরণ

সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) রাজশাহী বিভাগীয় বৃত্তিপ্রাপ্তদের মধ্যে বই বিতরণ করেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বই বিতরণ করা হয়। এসময় ক্যাপাসিটি বিল্ডিং সেশনে আলোচনাও হয়।

এর আগে সিজেডএমের জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রামের (২০২০) আওতায় রাজশাহী বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী এই শিক্ষাবৃত্তি পায়। এই শিক্ষার্থীদের নিয়েই ৩০ নভেম্বর সকালে এ বই বিতরণ অনুষ্ঠান আয়োজন করে তারা। 

সিজেডএমের ডেপুটি ম্যানেজার আল-মামুন ইলিয়াসের সঞ্চালনায় সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের জেনারেল ম্যানেজার রেজাউল করিম বলেন, সিজেডএম ২০১০ সাল থেকে দুঃস্থ অসহায় মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি দিয়ে আসছে। পাশাপশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে সংগঠনটি। তোমরা যারা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, অন্যন্য জায়গায় পড়ছ তোমরা সবাই জিনিয়াস আর তোমাদের কে সহযোগিতা করে আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলা সিজেডএম এর মূল উদ্দেশ্য।

সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের রাজশাহী জোনের প্রতিনিধি রাবির হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাঈন উদ্দীন সিজেডএমের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনের জন্য উপদেশ দিয়ে বলেন, ছাত্র জীবনে আর্থিক সমস্যা সব থেকে বড় সমস্যা। তোমাদের আর্থিক সমস্যা লাঘব করতে সিজেডএম থেকে প্রতি মাসে শিক্ষা বৃত্তি দিয়ে আসছে। এখন নিজেকে গড়ার দায়িত্ব তোমাদেরই। তথ্য প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা, ইমোশন জীবন কে নষ্ট করে দেয় তা থেকে দুরে থাকা, ড্রাগে আসক্ত হওয়া থেকে সব সময় মুক্ত থাকা এবং রাজনৈতিক কার্যকলাপ থেকে দুরে থাকাসহ আরো অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দেন তিনি।

রাবির ইনফরমেশন সাইন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক মাহাবুবুল ইসলাম বলেন, দারিদ্র্যতা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, দারিদ্র্যরা সব কিছুই জয় করতে পারে যা ধনীরা পারে না। ধনীদের একমাত্র শক্তি হচ্ছে অর্থ। যারা দরিদ্র তাদের অনেক শক্তি, সাহস, দৃঢ় মনোবল থাকে যেকোন প্রতিকূল পরিবেশ মোকাবিলা করার দৃঢ় প্রত্যয় নিয়ে তারা এগিয়ে চলে। তোমরা সমস্যাটাকে সম্ভাবনায় পরিনত করতে পারলে সফলতার চুড়ান্ত পর্যায়ে আরোহন করতে পারবে।

সিজেডএমের সহকারী ম্যানেজার রাকিবুল ইসলাম রাকিব বলেন, তোমাদের থেকে অনেক স্বচ্ছল পরিবারের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য অর্জন করতে পারেনি। কিন্তু তোমরা যারা দারিদ্র্যের কষাঘাতকে পিছনে ফেলে নিজেদেরকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছ এ জন্যই  আমরা তোমাদেরকে জিনিয়াস হিসেবে সিলেক্ট করেছি।

সিজেডএম যাত্রা শুরু করে ২০০৮ সালে। শুরু থেকে এই পর্যন্ত প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে মেধা বৃত্তি দিয়ে আসছে সিজেডএম। মেধা বৃত্তির পাশাপাশি জীবন মান উন্নয়নে নানা কর্মসূচির উদ্যোগ নিয়ে কাজ করছে সিজেডএম। নানা কর্মসূচির আওতায় রয়েছে জিনিয়াস বৃত্তি, দুঃস্থ নারীদের সহায়তা, সচেতনতা সৃষ্টি, গ্রামীণ জনগোষ্ঠীকে সেবা দেওয়া, সুবিধা বঞ্চিত শিশুদেরকে শিক্ষা কার্যক্রমের আওতায় আনা, উদ্যোক্তা সৃষ্টি সহ ১০ লাখ দুঃস্থ অসহায় নিম্নশ্রেণীর মানুষদের সেবা দিয়ে আসছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট।

ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ও বই বিতরণী অনুষ্ঠানে সিজেডএমের কর্মকর্তা সহ তিন শতাধিক শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!