• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মশায় অতিষ্ঠ রাবির শিক্ষার্থীরা


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০২:৩৮ পিএম
মশায় অতিষ্ঠ রাবির শিক্ষার্থীরা
ছবি : প্রতিকী

দ্রুত চা দেন না ভাই, মশা তো চায়ের চেয়ে বেশি রক্ত খাচ্ছে, তাড়াতাড়ি উঠতে হবে—এভাবেই ক্যাম্পাসের চা স্টলে তাগিদ দিচ্ছেন এক শিক্ষার্থী।

এমন কথাবার্তা শুধু একজন শিক্ষার্থীর মধ্যে আবদ্ধ নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বত্র মশার উৎপাত নিয়ে রোগাক্রান্ত হওয়ার শঙ্কায় অধিকাংশ শিক্ষার্থী। সন্ধ্যা গড়ালেই হল ও ক্যাম্পাসে মশারা গান শুরু করে। আবার অনেকে কয়েল জ্বালিয়েও মশার কামড় থেকে রেহাই পাচ্ছেন না বলে জানিয়েছেন।

এদিকে মশক নিধনে প্রশাসনের কোনো কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান হয়নি। শিক্ষার্থীদের দাবি, দ্রুত হল এবং ক্যাম্পাসের আশপাশের জঙ্গল ও ঝোপঝাড় পরিষ্কার করে মশক নিধন করা হোক।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী খাইরুল ইসলাম দুখু বলেন, “বসন্তের গরম পড়ার সঙ্গে সঙ্গে মশায় ভরে গেছে রাজধানী ঢাকাসহ গোটা বাংলাদেশ। এর মধ্যে অন্যতম রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানটি সবুজে ঘেরা ও চারিপাশে জঙ্গলে পরিপূর্ণ। তাই এখানে এই মুহূর্তে মশার উপদ্রব অনেক বেশি। এত দিন আমরা জেনে এসেছি মশার কামড়ে ফাইলেরিয়া, ম্যালেরিয়া ও ডেঙ্গু জাতীয় রোগ হয়। ইদানীং এর সঙ্গে যুক্ত হয়েছে চিকুনগুনিয়াও।”

হলে মশার উপদ্রব নিয়ে দুখু বলেন, “আমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, এর মধ্যে বিশেষ করে যারা হলের আবাসিক শিক্ষার্থী, তারা প্রতিনিয়ত মশার উপদ্রব বেড়ে যাওয়ায় নানান সমস্যার সম্মুখীন হচ্ছি। পাঠকক্ষ, শয়নকক্ষ ও ওয়াশরুম কোথাও এর থেকে রক্ষা নাই। এমনকি খাবারে এর থেকে নানান রোগ জীবাণু ছড়াচ্ছে।”

আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কানিজ আক্তার জানান, ক্যাম্পাসে সন্ধ্যার পর বসে থাকা বেশ মুশকিল। প্রচুর মশা কামড়ায়। ড্রেনগুলোর পাশ দিয়ে হাঁটার সময় এটা বেশি বোঝা যায়। হলগুলোতেও বাথরুমের আশেপাশে, ময়লার ঝুড়ির পাশে অনেক বেশি মশা থাকে। আর সন্ধ্যাবেলা রুমের দরজা বা বারান্দর দরজা খুলতেই রুমে মশা ঢুকে পড়ে। কয়েল জ্বালালেও কোনো কাজ হয় না।”

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম টিপু বলেন, “ক্যাম্পাসে মশার উপদ্রব বেড়ে যাওয়ার বিষয়টি আমরা লক্ষ্য করেছি। ইতোমধ্যে প্রশাসন মশক নিধন কয়েকটি ফগার মেশিন ক্রয় করেছে। দু’একদিনের মধ্যেই কাজ শুরু হবে।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!