• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

ফের ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ শাবির শিক্ষার্থীদের


শাবি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৯:৫৬ পিএম
ফের ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ শাবির শিক্ষার্থীদের

ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আবারো বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। অবিলম্বে তার পদত্যাগ দাবি করেছেন তারা। 

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিল শুরু হয়ে ভিসির বাসভবনের ফটকসহ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার গোলচত্বরে এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা ‘ফরিদের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘একাউন্ট গুলো বন্ধ কেন, প্রশাসন জবাব চাই’, ‘ফরিদের গদি অস্তাচলে, ফরিদ যাবে রসাতলে’, ‘আমাদের সংগ্রাম চলছে, চলবে’, ‘অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

শিক্ষার্থীরা তাদের ওপর করা বানোয়াট মামলা প্রত্যাহার করা, শিক্ষার্থীদের ব্যক্তিগত মোবাইল নাম্বার, বিকাশ, নগদ ও অন্যান্য একাউন্টগুলো খুলে দেওয়া, পুলিশের বর্বর হামলার সুষ্ঠু বিচার করা ও অবিলম্বে ভিসির পদত্যাগসহ বিভিন্ন দাবি উত্থাপন করে বিক্ষোভ মিছিলে।  

জানা যায়, শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে গত ১৬ জানুয়ারি থেকে ভিসি পদত্যাগের আন্দোলনে নামে শিক্ষার্থীরা। গত ১৯ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত ভিসিকে স্বেচ্ছায় পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়। ঐ সময়ে ভিসি পদত্যাগ না করায় ২৪ জন শিক্ষার্থী অনশন শুরু করে। একজন শিক্ষার্থীর বাবা অসুস্থ হওয়ায় পরদিন তিনি বাসায় চলে যান। গত ২৩ জানুয়ারি গণঅনশনে আরও পাঁচ শিক্ষার্থী অংশ নেন। এরপর থেকে ২৮ জন শিক্ষার্থী ভিসি পদত্যাগের দাবিতে অনশন চালিয়ে যায়। অনশনের ১৬৩ ঘণ্টায় বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমিন হকের আশ্বাসে শিক্ষার্থীরা অনশন থেকে সরে আসেন। কিন্তু ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানান।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!