• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ভিকারুননিসার অধ্যক্ষকে অপসারণের দাবি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১, ০৮:৫৫ পিএম
ভিকারুননিসার অধ্যক্ষকে অপসারণের দাবি

অনিয়ম ও অদক্ষতার অভিযোগ তুলে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারকে অপসারণের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির অভিভাবকদের একাংশ। 

বুধবার (১৭ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তারা সরকারের কাছে এই দাবি জানান। একইসঙ্গে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির কয়েকজন সদস্যেরও শাস্তির দাবি জানান তারা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে বেশ কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন।

আনিসুর রহমান নামের এক অভিভাবক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন।

এ সময় অধ্যক্ষকে বিভিন্ন অনিয়ম ও দাবির কথা তুলে ধরে আনিসুর রহমান বলেন, “সরকারের নির্দেশনা অমান্য করে বর্তমান অধ্যক্ষ ২০২১ সালের তিন হাজার টাকা সেশন চার্জ আদায় করেছেন। করোনার কারণে অনেক অভিভাবক কর্মহীন হয়ে পড়ায় ফি কমানো বা মওকুফের জন্য আবেদন করা হলেও তা আমলে নেওয়া হয়নি। এমনকি আবেদনকারীরা বিদ্যালয়ে ঘুরেও অধ্যক্ষের সাক্ষাৎ পাননি। অন্যদিকে শুক্র ও শনিবার সরকারি-বেসরকারি সংস্থার পরীক্ষার জন্য প্রতিষ্ঠান ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় করা হচ্ছে। যার অধিকাংশই অধ্যক্ষ আত্মসাৎ করছেন।”

এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানটির পড়াশোনার মানও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে অভিযোগ তুলে এর জন্য অধ্যক্ষের অদক্ষতাকে দায়ী করে আনিসুর বলেন, “অধ্যক্ষের অদক্ষতার কারণেই প্রতিষ্ঠানটির শিক্ষার মান খারাপ হচ্ছে।”

অভিভাবকদের সংবাদ সম্মেলন ও অভিযোগের বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার সংবাদ সম্মেলনের আয়োজন করা অভিভাবকেরা আসলে ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবক কিনা- এমন প্রশ্ন তোলে গণমাধ্যমকে বলেন, যারা অবৈধ ও অনৈতিক সুবিধা চেয়েও পাননি, তারাই আমার অপসারণ চান।

অবশ্য সংবাদ সম্মেলনে আনিসুর রহমান আরো বলেন, “তার মেয়ে ভিকারুননিসায় সপ্তম শ্রেণিতে পড়ে।” 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!