• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বোর্ড থেকে চবির ডিনের পদত্যাগ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০১:১৭ পিএম
বোর্ড থেকে চবির ডিনের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঊর্ধ্বতন সহকারী/সমমানের পদ থেকে সেকশন অফিসার/সমমানের আপগ্রেডেশনের মাধ্যমে নিয়োগের জন্য গঠিত নির্বাচনী বোর্ড থেকে পদত্যাগ করলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস.এম. সালামত উল্যা ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন ডিন প্রফেসর এস.এম. সালামত উল্যা ভূঁইয়া। তিনি পদত্যাগ করলেও পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বোর্ড চলবে।

এদিকে পদত্যাগপত্রের বিষয়ে এস.এম. সালামত উল্যা ভূঁইয়া জানান, নিয়োগ-সংক্রান্ত প্রক্রিয়াগত কিছু ত্রুটির কারণে আইনি জটিলতা ও সামাজিক ঝুঁকি সৃষ্টি হয়েছে। এজন্য ব্যক্তিগত নিরাপত্তার কারণে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

Link copied!