বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (১৫ জানুয়ারি) বেলা ১টায় এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এর আগে, বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অমর একুশে, শহীদ মিনার ও জুবায়ের সরণি হয়ে বঙ্গবন্ধু হলের সামনে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সেখানে এক মিনিট নীরবতা পালন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মিছিলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, উপ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মুরশিদুর রহমান আকন্দ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনসহ বিভিন্ন হলের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।