• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

পিএসসির পরীক্ষায় অংশ নিতে লাগবে টিকার সনদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ০৭:৫৫ পিএম
পিএসসির পরীক্ষায় অংশ নিতে লাগবে টিকার সনদ
ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) যেকোনো পদের পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নিতে হবে। পরীক্ষার হলে প্রবেশের সময় তাদের টিকার প্রমাণপত্র বা সনদপত্র সঙ্গে রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে পিএসসি।

রোববার (২৩ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগের বিস্তাররোধে সার্বিক কার্যাবলি-চলাচলে বিধিনিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুণ্ন রাখার স্বার্থে পিএসসি বিজ্ঞাপিত যেকোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, টিকা গ্রহণ করে এ সংক্রান্ত প্রমাণপত্র-সনদপত্র সংগ্রহ করে পরীক্ষার সময় রাখতে হবে। পরীক্ষার্থী, পরীক্ষক ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

Link copied!