• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

দেরিতে হলেও পরীক্ষায় খুশি অভিভাবকরা 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ১০:৫৪ এএম
দেরিতে হলেও পরীক্ষায় খুশি অভিভাবকরা 

আজ (২ ডিসেম্বর) থেকে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। করোনার কারণে নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয়েছে এ পরীক্ষা। তবে দেরিতে হলেও পরীক্ষায় অনুষ্ঠিত হওয়ায় খুশি অভিভাবকরা। 

অভিভাবকরা বলছেন, দীর্ঘদিন পর হলেও এবারের পরীক্ষা হওয়ায় তারা বেশ খুশি। যদিও, এবারের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে ৮ মাস পর শুরু হয়েছে। অভিভাবকরা বলছেন, পরীক্ষা হলে একজন পরীক্ষার্থীর সঠিক মান যাচাই করা সম্ভব। এবারের পরীক্ষাটা আমাদের সন্তানদের জন্য নতুন এক অভিজ্ঞতা তৈরি করবে। কারণ, সশরীর পরীক্ষা হলেও তাদের ক্লাসগুলো অনলাইনে করতে হতো। 

এবারে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা নিউ মডেল ডিগ্রি কলেজের একজন পরীক্ষার্থীর অভিভাবক জানান, আমরা দীর্ঘদিন ধরে শঙ্কার মধ্যে ছিলাম। এবারের এইচএসসি পরীক্ষা হবে কিনা। কারণ, কয়েক ধাপে করোনা ভাইরাসের হানার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলছিলো না। পাশাপাশি কবে নাগাদ এই পরীক্ষা শুরু হবে তাও শিক্ষা মন্ত্রণালয় বলতে পারছিল না। এ নিয়ে আমরা টেনশনে ছিলাম। যদি সশরীরে পরীক্ষা না হয়, তা হলেতো একজন শিক্ষার্থীর মান যাচাই করা সম্ভব না। 

ঢাকা সিটি কলেজের আরেক পরীক্ষার্থীর বাবা জানান, আমরা সব সময় চেয়েছি এবারের পরীক্ষাটা যেন সশরীরে হয়। কারণ, এই পরীক্ষাটা হলো শিক্ষার্থীদের মান যাচাইয়ের একটা মাপকাঠি। আমার সন্তানকে সব সময় দেখতাম, সে অটোপাস হবে বলে একটা আশঙ্কায় ছিলো। সে চাইতো তাদের পরীক্ষাটা যেন সশরীরে হয়। বিশেষ করে এবারের পরীক্ষাটা শিক্ষার্থীদের জন্য নতুন এক অভিজ্ঞতা এনে দেবে।

তেজগাঁও মহিলা কলেজের এক পরীক্ষার্থীর বাবা জানান, আমরা চাই সশরীরে পরীক্ষায় যেন সংশ্লিষ্টরা শতভাগ স্বাস্থ্যবিধির দিকে খেয়াল রাখে। এতে যেমন পরীক্ষার্থীরা নিরাপদ থাকবে, তেমনি সশরীরে পরীক্ষা দিতে শিক্ষার্থীদের মধ্যেও আগ্রহ থাকবে খুব। এবারে সশরীরে পরীক্ষা হওয়ায় আমরা খুব খুশি। কেননা, আমরা চেয়েছিলাম এবারের পরীক্ষাটা যেন সশরীরে হয়। এতে পরীক্ষার্থীদের মান যাচাই হয়।

Link copied!