• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ঢাবির বিবাহিত ছাত্রীরা হলে থাকতে পারবেন


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ০৮:৪৪ পিএম
ঢাবির বিবাহিত ছাত্রীরা হলে থাকতে পারবেন

বিবাহিত ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে না থাকার বিধানটি বাতিল করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, “প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।”

ঢাবির ছাত্রীদের হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বাদের থাকার ক্ষেত্রে যে বিধি-নিষেধ ছিল, তা বাতিল করা হয়েছে বলে তিনি জানান। 

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব আরও বলেন, “এখন থেকে বিবাহিত ছাত্রীদের হলে থাকতে আর কোনো বাধা নেই। বিশ্ববিদ্যালয় মনে করে যে, মা এবং সন্তানের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য অন্তঃসত্ত্বা ছাত্রীদের পরিবারের কাছে থাকা ভালো।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!