দেশব্যাপী করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। বুধবার (৫ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
রহিমা কানিজ বলেন, দেশব্যাপী করোনার প্রকোপ বিবেচনায় বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববার (৯ জানুয়ারি) থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরও বলেন, “ক্লাস বন্ধ থাকলে চলমান চুড়ান্ত পরীক্ষা ও ব্যবহারিক ক্লাস-পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে অব্যাহত থাকবে। প্রয়োজনে পরীক্ষার হল ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে গ্রুপ সংখ্যা বৃদ্ধি করা হবে। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে সুপারিশ নিয়ে সাভারের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে একশ টাকা দিয়ে শিক্ষার্থীরা করোনা ভাইরাস পরীক্ষা করতে পারবেন।”