জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস ৯ মার্চ থেকে অনালইনে শুরু হবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন নবীন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরিচালনা কমিটির সচিব আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস আগামী ০৯-০৩-২০২২ তারিখ (বুধবার) থেকে শুরু হবে।”
এদিকে অনেক বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস সশরীরে হচ্ছে। সেখানে জাবিতে অনলাইনে ক্লাস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নবীন শিক্ষার্থীরা।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, “গত দুইবছর ধরে আমরা অনলাইন কেন্দ্রিক হয়ে আছি। এতে আমাদের শিক্ষার বিস্তার তো হচ্ছেই না, তাছাড়া মানসিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন করোনার প্রভাব তেমন একটা নেই। আর সেই জন্যই দেশসেরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো অফলাইনে ক্লাস নিচ্ছে। এখন আমরা কেন এইটা থেকে বঞ্চিত থাকব।”
নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক শিক্ষার্থী বলেন, “আমার মত অনেকেরই অনলাইন ক্লাস করার মত প্রয়োজনীয় ডিভাইস নেই। আর পারিবারিক অসচ্ছলতার কারণে এই মুহুর্তে তা কেনাও সম্ভব নয়। আর শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় কী আমাদের জন্য গণরুমের ব্যবস্থা টুকুও করতে পারবে না? বর্তমানে দেশের সব বিশ্ববিদ্যালয় এমন কি প্রাইমারি স্কুলেও অফলাইন ক্লাস হচ্ছে যেখানে আমাদের অনলাইন ক্লাসের কোনো প্রশ্নই আসে না। প্রশাসনের উচিত যত দ্রুত সম্ভব আমাদের অফলাইন ক্লাস নিশ্চিত করা। তা নাহলে সবাই ঠিক মত ক্লাস করতে পারবে না। আর যদি অনলাইন ক্লাসই নেয় তাহলে প্রশাসনের উচিত সবার জন্য প্রয়োজনীয় ডিভাইস ও ইন্টারনেট নিশ্চিত করা।”
এ বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান সংবাদ প্রকাশকে বলেন, “এখন নবীন শিক্ষার্থীদের আবাসিক হলে আসন দেওয়া সম্ভব না। অন্যদিকে আগামী ১০ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। ফলে এই কদিন তাদের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্মাণাধীন আবাসিক হলের কাজ শেষ হলে ঈদের পরে তাদের হলে সিট দিয়ে সশরীরে ক্লাস নেওয়া হবে।”
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চলতি দায়িত্বে থাকা মো. নুরুল আলমকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।