জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির (জবিকস) কার্যকরী পরিষদ-২০২২-এর নির্বাচনে সভাপতি পদে জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের (কাজী মনির) নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৩ ডিসেম্বর) নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে মোহাম্মদ ইব্রাহিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, কোষাধ্যক্ষ পদে মো. রওশন আলী, প্রচার ও দপ্তর সম্পাদক পদে মো. জাকির হোসেন, সংস্কৃতি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সুমন মিয়া, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ হেদায়েত উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ মোক্তার হোসেন, মো. মোরাদুজ্জামান ও রঞ্জন কুমার দাস নির্বাচিত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকতা সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল কাদের (কাজী মনির) বলেন, “আমরা সকল কর্মকর্তার স্বার্থে ভেদাভেদ ও ভুল বোঝাবুঝি ভেঙে একসঙ্গে কাজ করব।”