• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

চবিতে অস্বচ্ছল শিক্ষার্থীদের চেক


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৪:২৩ পিএম
চবিতে অস্বচ্ছল শিক্ষার্থীদের চেক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আর্থিকভাবে অস্বচ্ছল, দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর চেক প্রদান করা হয়েছে। 

আর্থিক অনুদানের চেকগুলো বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজনীতি বিজ্ঞান বিভাগের দুজন শিক্ষার্থীর কাছে প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।

এ সময় চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. আনোয়ারা বেগম, প্রফেসর ড. মো. এনায়েত উল্যাহ পাটওয়ারী এবং প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপ-উপাচার্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অস্বচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক অনুদানের চেক প্রদান করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একইসঙ্গে এ অনুদানের টাকা শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষাকার্যক্রমে যথাযথভাবে ব্যয় করে নিজেদের শিক্ষা-গবেষণায় অধিকতর মনোযোগী হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, পরবর্তীতে উক্ত বিভাগের আরও দুজন শিক্ষার্থীকে সমপরিমাণ টাকা প্রদান করা হবে। 

Link copied!