• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

কুবিতে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা, খোলা থাকবে হল


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ০১:৫৪ পিএম
কুবিতে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা, খোলা থাকবে হল

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কর্তৃপক্ষ। এ সময় অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলগুলো খোলা থাকবে। শুক্রবার রাতে অনলাইনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। 

শনিবার (২২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধ্যাপক ড. তাহের জানান, সভায় নেওয়া সিদ্ধান্তের মধ্যে চলমান সশরীরে শিক্ষা কার্যক্রম আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় শিক্ষা কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে চলবে। একই সঙ্গে প্রথম বর্ষের রেজিস্ট্রেশন ও শূন্য আসনে ভর্তিও স্বাস্থ্যবিধি মেনে চলবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সীমিত পরিসরে চলবে। তবে জরুরি সেবা যথারীতি চালু থাকবে। তবে, করোনাভাইরাস সংক্রমণের কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসমাগম না করার অনুরোধ জানানো হয়েছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শুক্রবার থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয় সরকার। এ দিন সংক্রমণ রোধে পাঁচটি জরুরি নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!