• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

ইবি ছাত্রলীগের ‘শত কবিতা’ বিতরণ


ইবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০৯:০৪ পিএম
ইবি ছাত্রলীগের ‘শত কবিতা’ বিতরণ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শত কবিতা’ বই বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। সোমবার (৭ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে ৫০টি বই বিতরণ করা হয়।

জানা যায়, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শত কবিতা’ বইটি সম্পাদনা করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। কবিতার মাধ্যমে বঙ্গবন্ধুকে খুঁজে পেতে ইবি ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ জয়ের উদ্যোগে বইটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সেমিনারে বইটি প্রদান করা হয়।

বই বিতরণকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকর্মী শাহিন আলম, হাফিজ, তরুণ, নাসিম, ইমন, রনি, মিঠু, মাসুম প্রমুখ।

এ বিষয়ে নাসিম আহমেদ জয় বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালির জাতীয় জীবনে যেমন গুরুত্ববহ ঠিক তেমন এটি বিশ্ব ঐতিহ্যের অকাট্য দলিল৷ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ইবি ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সম্পাদনায় “শতবর্ষে শত কবিতা” বইটি ছাত্রলীগ কর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উপহার দেওয়া হয়েছে। যেন কবিতার মাধ্যমে বঙ্গবন্ধুকে সকলে খুঁজে পায়।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!