• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইবির ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার ২৮ নভেম্বর


ইবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০১:৩৩ পিএম
ইবির ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার ২৮ নভেম্বর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার আগামী ২৮ নভেম্বর হতে শুরু হবে। অফিস চলাকালে অনুষদ ভবনের ৪র্থ তলায় সমন্বয়কারীর কার্যালয়ে মেধাক্রমানুসারে এ সাক্ষাৎকার আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ১ ডিসেম্বরের মধ্যে।

আসন খালি থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষমান তালিকার ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার (মেধাক্রমানুসারে) ৫ ও ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে।

৮ থেকে ২২ ডিসেম্বর বিভাগ পরিবর্তন করা যাবে।

ভর্তি পরীক্ষার হলের পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মার্কসশিট এবং সার্টিফিকেট অথবা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র, সদ্য তোলা আট কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সঙ্গে নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকারে উপস্থিত হতে বলা হয়েছে। 
 

Link copied!