• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৭:৪৬ পিএম
৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম লায়লা বেগম (২০)।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ লাশটি উদ্ধার করা হয়। নিহত লায়লা উপজেলার সুরমা ইউনিয়নের নন্দী গ্রামের তাজুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লায়লা বেগমকে বাড়িতে রেখে হাওরে মাছ ধরতে যান স্বামী তাজুল ইসলাম। দুপুরে বাড়িতে ফিরে এসে স্ত্রী লায়লাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির একপর্যায়ে বাথরুমের দরজা বন্ধ দেখতে পায়। পরে বাথরুমের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্ত্রীর মৃতদেহ দেখতে পায় তাজুল।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যুর কারণ জানা যাবে। কিন্তু গৃহবধুর পরিবারের পক্ষ থেকে আবেদন জানিয়েছে ময়নাতদন্ত না করার জন্য। এখন আদালতের সিদ্ধান্ত পেলে ওই গৃহবধুর লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Link copied!