সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি করে চাষাবাদ বিঘ্নিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন কৃষকরা।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুকুরপাড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে কৃষকরা বলেন, সম্প্রতি পূর্ণিমাগাতি ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য প্রায় চারটি গ্রামের ফসলি জমির পানি নিষ্কাশন করা খালটির মুখ বন্ধ করে একটি রাস্তা নির্মাণ করেন। এতে চারটি গ্রামের প্রায় ৬০০ একর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে জমির পাকা বোরো ধান নষ্ট হয়ে যায়, পরে রোপা আমন রোপণ করা হলে তা-ও নষ্ট হয়। এতে ক্ষতির সম্মুখে পড়েছেন হাজার হাজার কৃষক।
মাটির রাস্তা অপসারণ করে জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে ৬০০ একর জমিকে আবারও চাষ উপযোগী করে তোলার দাবি কৃষকদের।
এ সময় কৃষক আনোয়ার হোসেন, আব্দুল কুদ্দুস, রমজান আলী, মজিবর শেখসহ দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।