৫ ঘণ্টায় যমুনায় বিলীন স্কুল মাদ্রাসা মসজিদ


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০২:৪১ পিএম
৫ ঘণ্টায় যমুনায় বিলীন স্কুল মাদ্রাসা মসজিদ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর এলাকায় ৫ ঘণ্টায় যমুনায় বিলীন হয়ে গেছে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও হাট।

সোমবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত স্থাপনাগুলো ভাঙনের কবলে পড়ে। যমুনার এ তীব্র ভাঙনে হুমকির মুখে রয়েছে শত শত ঘরবাড়ি ও বসতভিটা।

মঙ্গলবার (৩ আগস্ট) ৮নং ইউপি সদস্য আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল খালেক বলেন, সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩নং বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ঘর, মাদ্রাসার তিনটি ঘর, মসজিদ ও হাটের জায়গা নদীতে বিলীন হয়ে গেছে। এসব প্রতিষ্ঠান থেকে শুধু কয়েকটা বেঞ্চ বের করা সম্ভব হয়েছে। বাকি সব যমুনায় চলে গেছে। এছাড়াও আশেপাশের শত শত বাড়িঘর ও বসতভিটা হুমকির মুখে রয়েছে।

স্থানীয় বাসিন্দা ইমান আলী বলেন, “চোখের সামনে মুহূর্তের মধ্যে সব বিলীন হয়ে যায়, মাদ্রাসা ও মসজিদের সব আসবাবপত্র সরানোর মতো সময় পাইনি। ভাঙনরোধে এলাকায় স্থায়ী বেড়িবাধের দাবি জানাই।”

স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, “এ পর্যন্ত তিনবার ঘরবাড়ি সরাইছি। তারপরও হুমকির মুখে রয়েছি। কখন আবার বর্তমান বাড়িটি যমুনা গিলে খায়।”

Link copied!