চুয়াডাঙ্গায় নদী দূষণ এবং অবৈধ দখলদারিত্ব থেকে ৪৮ নদী রক্ষা ও নদী তথ্য ভাণ্ডার তৈরি এবং সমীক্ষা প্রকল্প শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে দিনব্যাপী এই কর্মশালায় অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু।
বিশেষ অতিথি ছিলেন ৪৮ নদী সমীক্ষা প্রকল্প কর্মকর্তা শাহ আহমেদ শামসুল আরেফিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সহিদা খাতুন, কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান।