চার মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) সর্বনিম্ন একজনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়। তিনি নড়াইলের বাসিন্দা।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নড়াইলের লোহাগড়ার অন্তরা (২২) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১১৯ জন। যার মধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়ালো জোনে ৪০ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১৩ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছে ৩১ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে আটজন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে দুইজন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে পাঁচজন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সাতজন।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালে ভর্তি ৪৬ জন। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে ১০জন এবং এইচডিইউতে দুইজন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে চারজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আটজন।
গাজী মেডিকেল হাসপাতালের ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩১ জন। আইসিইউতে তিনজন এবং এইচডিইউতে চারজন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে চারজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।