৩৩টি স্বর্ণের বারসহ রোহিঙ্গা আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৩:৫৭ পিএম
৩৩টি স্বর্ণের বারসহ রোহিঙ্গা আটক

মিয়ানমার সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে প্রতিনিয়ত অবৈধ উপায়ে ঢুকছে স্বর্ণে বার ও ইয়াবার চালান। সীমান্তে দায়িত্বরত বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৩৩টি স্বর্ণের বারসহ মো. জয়নুল আবেদিন নামের এক রোহিঙ্গাকে আটক করেছে।

সোমবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া টিভি টাওয়ারের সামনে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটক মো. জয়নুল আবেদিন তুমব্রু শূন্য রেখায় অবস্থিত কোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত ফজর আহম্মদের ছেলে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, চোরাকারবারিরা অবৈধভাবে স্বর্ণের একটি বড় চালান মিয়ানমার থেকে নিয়ে আসার খবর পেয়ে তুমব্রু বিওপির সদস্যরা কুতুপালংয়ের দিকে পায়ে হেঁটে আসতে দেখে এক ব্যক্তিকে তল্লাশি করে। এ সময় জয়নুল আবেদিনের কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকায়িত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ আরো জানান, আটক রোহিঙ্গা নাগরিককে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণের বার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার প্রক্রিয়া চলছে।
 

Link copied!