• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

৩০ কেজি গাঁজাসহ আটক ২


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩, ২০২২, ০৩:৪৮ পিএম
৩০ কেজি গাঁজাসহ আটক ২

অভিনব কায়দায় রক্ষিত কাভার্ড ভ্যানের ছাউনি বক্সের ভিতর থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।  এ সময় ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‍্যাব-১৪ সিপিসি ৩ ভৈরব ক্যাম্প সদস্যরা।

শনিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল ভৈরব নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন হলেন পাবনা জেলার মো. আনারুল মিয়া ও চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মো. বরকত মিয়া।

র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে গাঁজা চোরাচালানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। জব্দ মাদকদ্রব্য এবং আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!