• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুই কারণে দৌলতদিয়ায় ট্রাকের দীর্ঘ সারি


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০৩:৫০ পিএম
দুই কারণে দৌলতদিয়ায় ট্রাকের দীর্ঘ সারি

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বারখ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে দুই কারণে সৃষ্টি হয়েছে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। আট শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে পারাপারের অপেক্ষায়।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ছয় কিলোমিটার অংশজুড়ে পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে। বিষয়টি ট্রাফিক পুলিশের টিএসআই বিনয় কুমার নিশ্চিত করেছেন।

মেহেরপুর থেকে আসা ট্রাকচালক ফরিদ জানান, ভোর ৫টার দিকে এসে গোয়ালন্দ মোড়ে যানজটে এসে দাঁড়িয়ে আছেন। জানেন না, কখন ফেরিতে উঠতে পারবেন।

ঝালকাঠি থেকে আসা আরেক চালক সেলিম মোল্লা জানান, তিনি রাত সাড়ে তিনটার দিকে গোয়ালন্দ মোড়ে এসে সিরিয়ালে দাঁড়ান। দুপুর নাগাদ তিনি ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় নামক স্থান পর্যন্ত আসতে পেরেছেন। যেখান থেকেও ফেরিঘাটের দূরত্ব প্রায় চার কিলোমিটার।

এ বিষয়ে ঘাটসংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, হঠাৎ করে ট্রাকের সংখ্যা বৃদ্ধি এবং নাব্যতা সংকটের কারণে এই যানজটের সৃষ্টি হয়ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জামালউদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। যাত্রীবাহী বাস অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের জন্য ট্রাকের কিছুটা সিরিয়াল রয়েছে। তবে এই যানজট দ্রুতই কেটে যাবে।

দৌলতদিয়ায় ট্রাকের সিরিয়াল থাকলেও যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির চাপ না থাকায় অনেকটা সহজেই সেগুলো পারাপার হতে পারছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!