• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

১৩ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না রাঙ্গা বাবুলের


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২২, ১০:০৫ এএম
১৩ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না রাঙ্গা বাবুলের

যাবজ্জীবনের সাজা এড়াতে আত্মগোপনে চলে গিয়েছিলেন সন্ত্রাসী বাবুল ওরফে রাঙ্গা বাবুল। কিন্তু শেষ রক্ষা হলো না তার। দীর্ঘ ১৩ বছর পর আত্মগোপনে থাকার পর র‌্যাবের হাতে ধরা পড়লেন তিনি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন মুন্সিকান্দি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাঙ্গা বাবুলকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

গ্রেপ্তার বাবুল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রেলস্টেশন দাপা ইদ্রাকপুর এলাকার বাসিন্দা মৃত লাল মিয়ার ছেলে।

র‌্যাব-১১-এর মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রাঙ্গা বাবুল একজন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি ২০০৮ সালে ফতুল্লা থানাধীন মামুদপুর বাসস্ট্যান্ডের পাশে অস্ত্রসহ গ্রেপ্তার হন। পরে বাবুলসহ আরও দুইজনের বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি অস্ত্র মামলা হয়। বাবুল জামিনে বেরিয়ে গ্রেপ্তার এড়াতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে শরীয়তপুরের জাজিরায় বসবাস করতে থাকেন।

এদিকে বাবুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৬ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া তার বিরুদ্ধে ফতুল্লা থানায় আরও একটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!