• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

১২০ টাকায় নিয়োগ পেলেন ১৫০ জন কনস্টেবল


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২, ১১:৫৩ এএম
১২০ টাকায় নিয়োগ পেলেন ১৫০ জন কনস্টেবল

১২০ টাকায় আবেদন করে কুমিল্লা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ১৫০ জন। নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন জেলা পুলিশ সুপার মো. ফারুক হোসেন।

রোববার (১০ এপ্রিল) পুলিশ লাইন্সের শহীদ আর আই এবিএম আবদুল হালিম মিলনায়তনে নতুন নিয়োগপ্রাপ্তদের বরণ করে নেওয়া হয়।

কোনো অতিরিক্ত টাকা ছাড়াই পুলিশের চাকরি পেয়েছেন বলে জানান নিয়োগপ্রাপ্তদের একজন তানজিনা আক্তার। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধলাহাঁস এলাকার বাসিন্দা তানজিনা জানান, অনলাইনে আবেদন করেন। এরপর দীর্ঘ যাচাই বাছাই ও পরীক্ষা হয়। গত ৯ এপ্রিল বাংলাদেশ পুলিশে নিয়োগ পেয়েছেন।

পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, "দুই ধাপে ৩০০ জনের চাকরি দিয়েছি। এটা আনন্দের। এখানে স্বচ্ছতা জবাবদিহিতা ছিল শতভাগ।"

এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) কাজী আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম.তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক প্রসিকিউশন এ্যান্ড ডিবি) রাজন কুমার দাশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Link copied!