• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

১০ ফুট লম্বা অজগর পিটিয়ে হত্যা


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০২:৪৮ পিএম
১০ ফুট লম্বা অজগর পিটিয়ে হত্যা

জামালপুরের মাদারগঞ্জে প্রায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধার করেছেন এলাকাবাসী।

বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চরগোলাবাড়ী এলাকার মোতাহার হোসেনের ঘরে খাটের নিচে দেখতে পায় তার পরিবার। 

তবে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছেন এলাকাবাসী।

মোতাহার হোসেনের স্ত্রী নাসিমা সাপটি দেখে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে এলাকাবাসী সাপটি উদ্ধার করে চরগোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায়। পরে কয়েকজন উৎসুক জনতা লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে।

নাসিমা বেগম ( ৪০) বলেন, “ঘরে গেলে হঠাৎ দেখেন একটি সাপটি দেখি। এতে আমি ভয়ে চিৎকার শুরু করলে লোকজন জড়ো হয়ে সাপটি উদ্ধার করে নিয়ে যান।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম তরফদার বলেন, “আমি জানতে পারি মোতাহার হোসেনের ঘরে অজগর বের হয়েছে। এলাকার লোকজন সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছে। অজগর প্রায় ১০ ফুট লম্বা হবে।”

বন্যপ্রাণী দমন ইউনিট শেরপুর রেঞ্জের প্রধান মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “বন্যপ্রাণী হত্যা করা আইন দণ্ডনীয়। জড়িতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!