দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বৈরী আবহওয়ার কারণে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ফেরি চলাচল। এর আগে কালবৈশাখীর কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ করে দেওয়া হয় ফেরি ও লঞ্চ চলাচল।
বুধবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১৫ মিনিটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সাড়ে ৭টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। ফলে ঘাটে আটকে পড়ে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী কিছু নৈশকোচ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, রাজবাড়ীতে ভোর সাড়ে ৫টার কিছু সময় পর থেকে শুরু হয় ঝড়ো বাতাস। কিছুক্ষণ পরেই বাতাসের সঙ্গে শুরু হয় বজ্রসহ বৃষ্টিপাত। কালবৈশাখীর কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ করে দেওয়া হয় ফেরি ও লঞ্চ চলাচল।