• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

হেরোইন রাখার দায়ে মাদকব্যবসায়ীর যাবজ্জীবন


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০৬:০৯ পিএম
হেরোইন রাখার দায়ে মাদকব্যবসায়ীর যাবজ্জীবন

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে আ. মমিন (৩৮) নামে মাদকব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি আ. মমিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শ্রীফলগাতী গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার মো. রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার বরাত দিয়ে রাশেদুল ইসলাম জানান, ২০১৮ সালের ১৯ আগস্ট সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ীর রাজশাহী-ঢাকাগামী মহাসড়কে র‍্যাব-১২ চেকপোস্ট স্থাপন করে। তল্লাশিকালে সাব্বির পরিবহন নামের বাসটি সিগন্যাল দিয়ে থামালে বাসে থেকে আ. মমিন পালানোর চেষ্টাকালে মমিনকে আটক করে র‍্যাব। এসময় তার শরীর তল্লাশি করে ৪৪৪ গ্রাম হেরোইন পাওয়া যায়।

সেই সময় উল্লাপাড়া থানায় র‍্যাব-১২ এর ডিএডি ইউনুছ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও তথ্য প্রমাণ শেষে মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!