চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগারে মালেকা খাতুন (৫০) নামে এক নারী রোগী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। মালেকা খাতুন আলমডাঙ্গা উপজেলায় কুয়াতলা গ্রামের গোলাম রসুলের স্ত্রী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, “মালেকা খাতুন বুধবার (৮ সেপ্টেম্বর) পেটব্যথা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে ভর্তি হন। এ ছাড়া তিনি মানসিক রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে শৌচাগারে যান মালেকা খাতুন। দীর্ঘ সময় না ফিরলে পাশের এক নারী শৌচাগারে গিয়ে মালেকা খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পান।”
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, “পরিবারের সদস্যরা আবেদন করলে ময়নাতদন্ত ছাড়ায় লাশ হস্তান্তর করা হবে।”