• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

স্বামীর সঙ্গে অভিমান করে ৩ সন্তান নিয়ে স্ত্রীর বিষ পান


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ১০:৫৯ এএম
স্বামীর সঙ্গে অভিমান করে ৩ সন্তান নিয়ে স্ত্রীর বিষ পান

কক্সবাজারের সিপাহিরপাড়ায় কোরবানির মাংস নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে ৩ সন্তানকে নিয়ে বিষপান করেছেন মুরশেদা আক্তার নামের এক নারী। 

বুধবার (২১ জুলাই) রাত ১১টার দিকে মহেশখালী উপজেলার সিপাহিরপাড়া এলাকায় ইয়ার মোহাম্মদের বাড়ীতে এ ঘটনা ঘটে।

এতে মায়নুর (১৪) নামের একজনের মৃত্যু হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ার মোহাম্মদে বোনের বাড়ি থেকে কোরবানির মাংস দেওয়া হলে সেটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দুপুরে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই স্বামীর সঙ্গে অভিমান করে রাত ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে সন্তান রাকিব (৫), নাফিজা (৩), মাইনুরকে (১৪) বিষ খাইয়ে দিয়ে নিজেও বিষ খান মুরশেদা আক্তার।

পরে স্থানীয়রা ছেলে-মেয়েদের কান্নাকাটির শব্দ পেয়ে উকি দিয়ে দেখে, দরজা বন্ধ। ডাকাডাকি করেও কোন খবর না পেয়ে দরজা ভেঙে চারজনকে মুমূর্ষু অবস্থায় মহেশখালী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মাইনুরকে মৃত ঘোষণা করেন।বাকিদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জাকারিয়া।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশিক ইকবাল বলেন, কোরবানি মাংসের জের ধরে একটি পরিবারের সবাই বিষপানের খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি টিম গিয়ে পরিদর্শন করি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।“

Link copied!