• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

সৈকতে ভেসে এসেছে মৃত কাছিম


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২, ০৯:৫৬ এএম
সৈকতে ভেসে এসেছে মৃত কাছিম

কক্সবাজারের টেকনাফের সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে ভেসে এসেছে একটি মৃত কাছিম।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে টেকনাফ সদরের মেরিন ড্রাইভসংলগ্ন লম্বরী ঘাটে কাছিমের মৃতদেহটি স্থানীয়দের চোখে পড়ে।  

কাছিমটি পানিতে ভেসে এসে বালিয়াড়িতে আটকা পড়ে মারা গেছে বলে ধারণা স্থানীয়দের।

স্থানীয় কলেজছাত্র সাইফুল আকবর জানান, সৈকতে মৃত কাছিম পড়ে থাকতে দেখে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলাম, যাতে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। মৃত কাছিমটির শরীর পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। 

সেভ দ্য নেচারের টেকনাফ উপজেলা শাখার সভাপতি জালাল উদ্দীন জানান, জেলেরা মাছ ধরার সময় জালে আটকা পড়ে অথবা সমুদ্রে বড় কোনো জাহাজের আঘাতে কাছিমটির মৃত্যু হতে পারে। 

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের পরিচালক শেখ নাজমুল হুদা বলেন, “টেকনাফ সৈকতে কাছিমের মৃত্যুর বিষয়ে একটু আগে অবগত হয়েছি। পরীক্ষা-নিরীক্ষার পর কাছিমটি মাটিতে পুঁতে ফেলা হবে।” 

Link copied!