কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে বারবার ভেসে আসে একটি জীবিত ডলফিন। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ডলফিনটিকে উদ্ধার করে বিচকর্মীরা।
কক্সবাজার পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্টেট মাসুম বিল্লাহ জানান, দুপুরের দিকে পাটুয়ারটেকের একটু পর সমুদ্রসৈকতে একটি ডলফিন দেখতে পান স্থানীয় জেলেরা। খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে সেখানে যায় দায়িত্বরত বিচকর্মীরা। পরে তারা ডলফিনটি জীবিত দেখতে পেয়ে সাগরে ছেড়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ডলফিনটি আবার তীরে ফিরে আসে। ডলফিনটির ওজন ৪০-৪৫ কেজি মতো হবে। এটির দৈর্ঘ্য পাঁচ ফিটের কাছাকাছি।
মাসুম বিল্লাহ আরও জানান, ডলফিনের পেট ও শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন আছে। যার কারণে ডলফিনটি দুর্বল হয়ে গেছে। এই প্রাণীটিকে বিচকর্মীদের হেফাজতে রাখা হয়েছে। চিকিৎসা করে সুস্থ হলে ডলফিনটি সাগরে ছেড়ে দেওয়া হবে।