• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

সেন্টমার্টিনে আটকা পড়েছেন ২৫০ পর্যটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০৯:৫০ পিএম
সেন্টমার্টিনে আটকা পড়েছেন ২৫০ পর্যটক

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন প্রায় ২৫০ জন পর্যটক।

রোববার (১৭ অক্টোবর) রাতে কোস্টগার্ড পূর্ব জোনের সেন্টমার্টিন স্টেশনের এক সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

সিনিয়র ওই কর্মকর্তা জানান, আবাহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের নিরাপদে রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈরী আবহাওয়া কেটে গেলে পর্যটকদের টেকনাফের উদ্দেশে পাঠানো হবে।

সি প্রবাল রিসোর্টের মালিক আব্দুল মালেক বলেন, "সেন্টমার্টিন দ্বীপে যারা আটকা পড়েছেন তারা মূলত ২ থেকে ৩ দিন আগে এসেছেন। জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকরা স্পিডবোট ও ট্রলারে এসেছেন। রোববার (১৭ অক্টোবর) তাদের ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবাহাওয়ার কারণে কোনো ট্রলার বা স্পিডবোট যেতে দেয়নি কোস্টগার্ড।"

আব্দুল মালেক আরও বলেন, "আমাদের রিসোর্টেও ১৫ পর্যটক আছেন। তারা এখানে নিরাপদে রয়েছেন। হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ফিরে যাবেন।"

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, "মূলত ট্রলার ও স্পিডবোট আসতে পারেনি আবহাওয়া খারাপ থাকার কারণে। বৈরী আবাহাওয়া কেটে গেলে সবাইকে ফিরে আনা হবে। সেখানে তাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হচ্ছে।"

Link copied!