• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুনামগঞ্জে ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২২, ০৫:৫০ পিএম
সুনামগঞ্জে ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী

ভয়াবহ বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জের ১২টি উপজেলার কয়েক লাখ মানুষ। বন্যার পানির গতি এতটা ভয়াবহ ছিল যে জেলা প্রায় ৪৫ হাজার ২৮৮টি ঘরবাড়ির ক্ষতি হয়। আর জীবন বাঁচাতে ঘর-বাড়ি ছেড়ে কোনো রকম প্রাণ নিয়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে ওঠেন মানুষ। তাদের মধ্যে ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫ হাজার পরিবারের জন্য ৫ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।  

অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের ডেপুটি রেভিনিউ কালেক্টর (এনডিসি) মেহেদী হাসান।

এর আগে, গত বুধবার ক্ষতিগ্রস্ত বাড়িঘরের তালিকা তৈরি করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠায় জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

ঘরবাড়ি হারিয়ে যখন সুনামগঞ্জের ভানবাসি মানুষ দিশেহারা তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনরায় নির্মাণের জন্য ৫ হাজার পরিবারকে ৫ কোটি টাকা অনুদান দিয়ে অসহায় মানুষের মধ্যে সাহস সঞ্চয় হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়াসহ জেলার সচেতন মহল।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, “সুনামগঞ্জে বানভাসি মানুষের দুর্গতি পিছু ছাড়ছে না। জেলার বন্যা পরিস্থিতি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অনেকের বাড়িঘর তছনছ হয়ে গেছে বন্যা ও হাওরের ডেউয়ের আগাতে। হাওর পাড়ের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনরায় নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছেন। যা সময় উপযোগী ও প্রশংসনীয়। এতে করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো উপকৃত হবে।”

জেলা প্রশাসনের ডেপুটি রেভিনিউ কালেক্টর (এনডিসি) মেহেদী হাসান বলেন, “সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় প্রতিটি উপজেলায় ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। তারা যাতে পুনরায় ঘর বানিয়ে বসবাস করতে পারেন সেই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সুনামগঞ্জের ৫ হাজার পরিবারকে ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!